
শুক্রবার রাতে ভারত-পাকিস্তান সীমান্ত অতিক্রম করে গুজরাটের বানাসকাঁঠা জেলার কাছে ঢুকে পড়া এক সন্দেহভাজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকেকে গুলি করে হত্যা করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
বিএসএফ গুজরাটের এক বিবৃতিতে বলা হয়েছে, “সতর্ক বিএসএফ সদস্যরা আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে সীমান্তের বেড়ার দিকে এগিয়ে আসা একজন সন্দেহজনক ব্যক্তিকে দেখতে পান।”
বিবৃতিতে আরও জানানো হয়, “বিএসএফ সদস্যরা অনুপ্রবেশকারীকে চ্যালেঞ্জ জানালে তিনি সতর্কবার্তা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকেন। এতে বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তিনি নিহত হন।”
ঘটনাটি তদন্তাধীন থাকায় অনুপ্রবেশকারীর পরিচয় বা তার অনুপ্রবেশের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।
গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে ভারত-পাকিস্তান সীমান্তবর্তী বানাসকাঁঠা অঞ্চলটি দীর্ঘদিন ধরেই কড়া নজরদারির আওতায় রয়েছে।
সূত্র: https://www.hindustantimes.com/india-news/pakistani-intruder-shot-dead-near-gujarat-s-banaskantha-101748071698433.html