Image description
ছাত্রদল নেতা সাম্য হত্যাকারীদের গ্রেফতার, বিচার, নিরাপদ ক্যাম্পাস ও ডাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশনের ৫২ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি- এমন অভিযোগ করেছেন অনশনকারীরা।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য বাসভবনের সামনে অনশনরত ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা এ অভিযোগ করেন।
ইয়ামিন বলেন, অনশনের ৫২ ঘণ্টা পেরিয়ে গেছে। কিন্তু এখনো প্রশাসন আমাদের সন্তোষজনক কিছুই জানায়নি। বৃহস্পতিবার রাতে প্রোভিসি সায়মা হক বিদিশা ম্যাম (প্রশাসন) ও প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ আমাদের সঙ্গে দেখা করেন। তারা আমাদের অনশন কর্মসূচি স্থগিত করার আহ্বান জানান। কিন্তু আমরা বলে দিয়েছি, দাবি না মেনে নেওয়া পর্যন্ত আমরা অনশন চালিয়ে যাব। তখন তারা ভিসি স্যার ঢাকার বাইরে আছেন জানিয়ে বলেন- ভিসি স্যারের সঙ্গে কথা বলে আমাদের জানাবে। কিন্তু এখনো আমাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি।
গত ২১ মে দুপুর সাড়ে ১২টা থেকে ডাকসুর নির্বাচন কমিশন ও নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণাসহ তিন দফা দাবিতে অনশন শুরু করেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা। পরবর্তী সময ওই দিনই রাত ৯টার দিকে একই সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক মাহতাব ইসলামও অনশন শুরু করেন। স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের আহ্বায়ক জামালউদ্দিন মোহাম্মদ খালিদ এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ২০ মে বিকাল থেকে অনশনে করছেন।
এ বিষয়ে প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেন, ভিসি স্যার ঢাকার বাইরে আছেন। উনি আজ আসবেন। কাল (শনিবার) দুপুরে আমরা মিটিং করে তাদের আগামী পদক্ষেপ জানাব।