
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়ার ভারতীয় সীমান্তে ২৪ জনকে পুশইন করেছে বিএসএফ। আটককৃতরা কুড়িগ্রামের বাসিন্দা।
আজ বৃহস্পতিবার ভোর ৪টার দিকে তাদেরকে পুশইন করা হয় বলে জানা গেছে।
ফেনী বিজিবি-৪ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আজ ভোর ৪টায় জসপুর ও খেজুরিয়া বিওপির ছাগলনাইয়া ও ফুলগাজী উপজেলার সীমান্ত দিয়ে ৬টি পরিবারের ২৪ জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ বাংলদেশে প্রবেশ করায়। এদের মধ্যে ৬ জন পুরুষ, ৫ জন মহিলা ও ১৩ জন শিশু রয়েছে।
তিনি জানান, পরবর্তীতে স্থানীয় জনগণ থেকে সংবাদ পেয়ে বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। তারা প্রত্যেকেই কুড়িগ্রামের বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা যায়। তাদেরকে ছাগলনাইয়া ও ফুলগাজী থানায় হস্তান্তর করা হয়েছে। স্থানীয় প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার কাজ চলমান রয়েছে।