
অস্ট্রেলিয়ার একদল সংসদ সদস্য ও সিনেটর বাংলাদেশে অবিলম্বে একটি নির্দিষ্ট ও স্বচ্ছ নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, বর্ষা বিপ্লবের (Monsoon Revolution) সময় নিহত ও আহতদের জন্য ন্যায়বিচার এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির দাবি জানিয়েছেন।
প্রফেসর ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার কাছে লেখা এক খোলা চিঠিতে তারা এসব দাবি জানান। তারা বলেন, “বাংলাদেশে একটি স্বচ্ছ ও আন্তর্জাতিক পর্যবেক্ষণে পরিচালিত নির্বাচন জরুরি। বিগত তিনটি নির্বাচন জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে।”
চিঠিতে বলা হয়, ‘বর্ষা বিপ্লবে’ অংশ নেওয়া বাংলাদেশি তরুণ ও সাধারণ জনগণের সাহসিকতা গোটা বিশ্বে অনুপ্রেরণার উৎস হয়েছে, কিন্তু এই আন্দোলনের পেছনে অনেক প্রাণ হারাতে হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ ও জাতিসংঘের তথ্য অনুসারে, হাজারের বেশি মানুষ নিহত এবং বহু মানুষ আহত হন। তারা এসব ঘটনার স্বাধীন তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।
অস্ট্রেলীয় প্রতিনিধিরা র্যাবকে একটি ‘গভীরভাবে বিতর্কিত’ বাহিনী হিসেবে উল্লেখ করে বলেন, ২০০৯ সাল থেকে বাহিনীটি ২,৬৯৯ জনকে বিচারবহির্ভূতভাবে হত্যা করেছে বলে অভিযোগ রয়েছে। তারা বলেন, “র্যাবকে বিলুপ্ত করা এবং ভুক্তভোগীদের জন্য সুবিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”
তারা আরও উল্লেখ করেন, অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকেও এসব বিষয়ে বারবার আবেদন এসেছে।
চিঠির শেষাংশে অস্ট্রেলীয় এমপিরা বলেন, “এই মুহূর্তে দ্বিধা বা দেরি শুধু জনগণের মধ্যে সন্দেহ ও অনাস্থা বাড়াবে। বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিতে এখনই সাহসী সিদ্ধান্ত প্রয়োজন।”
এই চিঠিতে স্বাক্ষর করেছেন ৩০-এর বেশি অস্ট্রেলীয় পার্লামেন্ট সদস্য ও সিনেটর। তারা হলেন:
লারিসা ওয়াটার্স, ডেভিড শুব্রিজ, জর্ডন স্টিল-জন, ফাতিমা পেইম্যান, লিডিয়া থর্প, পেনি অ্যালম্যান-পেইন, মেহরিন ফারুকি, স্টেফ হজিন্স-মে, বারবারা পকক, পিটার উইশ-উইলসন, ডরিন্ডা কক্স, নিক ম্যাককিম, সারা হ্যানসন-ইয়াং, এলিজাবেথ ওয়াটসন-ব্রাউন, অ্যাবিগেইল বয়েড, আমান্ডা কোহেন, ক্যাথেরিন কপসি, সু হিগিনসন, কেট ফেয়ারম্যান, আনাসিনা গ্রে-বারবেরিও, আইভ পুগলিয়েলি, ড. সারাহ ম্যান্সফিল্ড, ব্র্যাড পেটিট, জেনি লিয়ং, তামারা স্মিথ, কোবি শেটি, টিম রিড, এলেন স্যান্ডেল, মাইকেল বার্কম্যান, গ্যাব্রিয়েল ডে ভিয়েত্রি, ড. রোজালি উডরাফ, টাবাথা ব্যাজার, সেসিলি রোসোল, ক্যাসি ও’কনর, ভিকা বেইলি, হেলেন বারনেট, শেন র্যাটেনবুরি, অ্যান্ড্রু ব্র্যাডডক, জো ক্লে, লরা নাটল, রবার্ট সিমস।