
পুরান ঢাকার বংশাল এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনায় ৩ আসামিকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। রবিবার (১৮ মে) ভোর ৪টার দিকে রাজধানীর দক্ষিণ মান্ডা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. দ্বীন ইসলাম ওরফে অন্তর (১৯); আমির হামজা (১৯) ও মো. আকাশ রহমান তানভীর (২২)। তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বংশাল থানা সূত্রে জানা যায়, গত ১৬ মে মানিকগঞ্জ থেকে শুভযাত্রা পরিবহনের একটি বাস সকাল ১০টার দিকে ফুলবাড়ীয়া বাস টার্মিনালে এসে পৌঁছায়। এদিন রাত আনুমানিক সাড়ে ৯ টার দিকে ফায়ার সার্ভিস হেডকোয়ার্টার্স-এর মূল গেটের সামনে পার্কিং করে ঘুমিয়ে পড়ে বাসের হেলপার মো. খাইরুল ইসলাম।
পরে রাত ১১টার দিকে ‘শুভযাত্রা’ বাসের হেলপার কাকন এবং তার মামাতো ভাই আরব আলীও বাসে প্রবেশ করে ঘুমিয়ে পড়ে। হঠাৎ খাইরুল ইসলামের শরীরে তাপ লাগলে সে তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে দেখতে পায় যে, বাসের ড্রাইভিং সিটের পিছনে আগুন লেগেছে। তিনি জীবন বাঁচাতে বাসের জানালা খুলে বাস হতে লাফ দিয়ে নেমে যান।
তিনি বাস হতে নামার সাথে সাথেই কাকনও বাস হতে জানালা দিয়ে লাফ দিয়ে নেমে যায় কিন্তু আরব আলী ভিতরে আটকা পড়ে। তাৎক্ষণিকভাবে পাশে থাকা ফায়ার সার্ভিসের একটি টিম এসে বাসের আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিদগ্ধ অবস্থায় আরব আলীকে উদ্ধারপূর্বক ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বাসের হেলপার মো. খাইরুল ইসলামের অভিযোগের ভিত্তিতে বংশাল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।