Image description
 

নিউ মার্কেট থানা পুলিশের অভিযানে অভিনব কৌশলে অনলাইনে প্রতারণা করা একটি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের বছিলা ও সাভার এলাকায় পরিচালিত এ অভিযানে ৮৫ ভরি স্বর্ণ, তিন লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।শনিবার (১৭ মে) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।    

পুলিশ জানায়, নিউ মার্কেট থানায় দায়ের করা এক প্রতারণা মামলার তদন্তে এ অভিযান চালানো হয়। মামলার বাদী আফরোজা বেগম ফেসবুকে ‘বাচ্চা না হওয়া’ সংক্রান্ত একটি বিজ্ঞাপন দেখে প্রতারকদের সঙ্গে যোগাযোগ করেন। পরে প্রতারক চক্রটি তাকে জানায়, তার ঘরে থাকা স্বর্ণই সন্তান না হওয়ার কারণ। এ কথা বিশ্বাস করে ভুক্তভোগী নারী তার ব্যবহৃত ১৫ ভরি স্বর্ণ ও প্রায় ১০ লাখ টাকার মালামাল এসএ পরিবহনের মাধ্যমে তাদের কাছে পাঠিয়ে দেন। কিন্তু স্বর্ণ ও মালামাল পেয়ে প্রতারকরা তাকে ব্লক করে দেয়।    

 

ঘটনার পর আফরোজা বেগম নিউ মার্কেট থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে তথ্যপ্রযুক্তির সহায়তায় নিউ মার্কেট থানার এসআই ফিরোজ আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্স সাভারে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে মোহাম্মদপুরের বছিলা এলাকার ৪০ ফিট রোড থেকে আরও দুই জনকে গ্রেফতার করা হয়।    

 

গ্রেফতারদের কাছ থেকে ৮৫ ভরি স্বর্ণ, নগদ তিন লাখ ৫০ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং চক্রে জড়িত অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এসি তারিক লতিফ।