Image description
 

যশোরের বাঘারপাড়ায় ছেলের লাঠির আঘাতে ইখলাস (৪৫) নামে এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বুধোপুর গ্রামে এ ঘটনা ঘটে।পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে যশোর জেনারলে হাসপাতালে তার মৃত্যু হয়।

বাঘারপাড়া থানার ওসি আব্দুল আলিম জানান, নিহত ইখলাস মাদকাসক্ত ছিলেন। সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে ইখলাসের সঙ্গে তার ছেলে তারেক মোল্লার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারেক বাঁশ দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন ইখলাস। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়। 

ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

 

যশোর ২৫০ শয্যা হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক সুইটি আক্তার জানান, মাথায় আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে।