
নাটোরের বড়াইগ্রামে মেয়ের স্বামীর সন্ধান পেতে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন শাশুড়ি আনোয়ারা বেগম। ওই স্বামীর নাম সিয়াম হোসেন (২৪)। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।
আজ শুক্রবার (১৬ মে) উপজেলার জোনাইল বাজারে জনসম্মুখে শাশুড়ি আয়োয়ারা বেগম এই ঘোষণা দেন।
আনোয়ারা বেগম বলেন, ‘চার বছর আগে আমার মেয়ে আলো খাতুনের সঙ্গে দোলন গ্রামের কিরন আলীর ছেলে সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সিনথিয়া খাতুন (১) নামের কন্যা সন্তানের জন্ম হয়।
তিনি আরো বলেন, ‘আমরা গরিব মানুষ। নাতনি ও মেয়েকে নিয়ে মানবেতর জীবনযাপন করছি। নাতনি বাবার জন্য কান্নাকাটি করে। জুয়েলারি দোকান মালিক চাপ রুপা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করছেন।
সিয়ামের মা রওশনা বেগম বলেন, ‘আমার ছেলেকে গুম করে এখন নাটক করছেন বিয়ান আনোয়ারা। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।’
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’