Image description
 

পাকিস্তান সফরে যেতে অন্তর্বর্তী সরকারের সবুজ সংকেত পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সরকারের অনুমোদন পাওয়ার পর পূর্বনির্ধারিত সফরসূচি অনুযায়ী পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানে যাবে বাংলাদেশ দল। 

ভারত-পাকিস্তান সংঘাত বাংলাদেশ দলের সফরকে অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছিল। যুদ্ধবিরতির পর অনিশ্চয়তা কেটে যায়। এই সিরিজের প্রস্তুতির জন্য বুধবার আরব আমিরাতে যাওয়া বাংলাদেশ দল ১৭ ও ১৯ মে শারজায় দুটি টি ২০ ম্যাচ খেলবে।

পাকিস্তান সফরে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে সরকারের আপত্তি নেই, মৌখিকভাবে বিসিবিকে জানিয়ে দেওয়া হয়েছে। বিসিবি এখন সরকারের চিঠি পাওয়ার অপেক্ষায়। 

কাল বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, ‘পাকিস্তান সফরের ব্যাপারে সরকারের সবুজ সংকেত পেয়েছি। তবে এখনো চিঠি পাইনি। অপেক্ষায় আছি। প্রথম ধাপ পার করেছি।’

 

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনাল ২৫ মে হওয়ায় পিসিবি প্রস্তাবিত নতুন সূচি অনুযায়ী বাংলাদেশ ও পাকিস্তান ২৭ ও ২৯ মে এবং ১ জুন ফয়সালাবাদে টি ২০ সিরিজের প্রথম তিনটি ম্যাচ খেলার পর লাহোরে শেষ দুটি ম্যাচ খেলবে ৩ ও ৫ জুন। 

এটি হবে চলতি বছরে বাংলাদেশের দ্বিতীয় ও শেষ এক বছরে তৃতীয় পাকিস্তান সফর। গেল বছর আগস্ট ও সেপ্টেম্বরে বাংলাদেশ গিয়েছিল দেশটিতে। তখন দুই টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।

তবে চলতি বছর পাকিস্তান সফরটা ভালো হয়নি দলের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটো ম্যাচ পাকিস্তানে খেলার কথা ছিল দলের। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৫ উইকেটে হারে বাংলাদেশ। এরপর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা ভেসে যায় বৃষ্টিতে। টেস্ট আর ওয়ানডের পর এবার দেশটির মাটিতে টি-টোয়েন্টির পরীক্ষা অপেক্ষা করছে নাজমুল হোসেন শান্তদের জন্য।