Image description


আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যেভাবে বিতারিত হয়েছে ফ্যাসিস্ট হাসিনার কল্যাণে, তাতে করে আগামীতে স্বৈরাচার দলটির আর কোন ভবিষ্যৎ নেই বাংলার মাটিতে। বিগত ১৬ বছর জয়ের মা হাসিনা যেভাবে হত্যা, গুম আর নীপিড়নের রাজনীতি করেছে তাতে করে হাসিনা পুত্রের দেশে ফেরা পুরো অনিশ্চিত। বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগের পিছনে এটিও একটি কারণ, তবে এটিই একমাত্র কারণ নয়।


ফ্যাসিস্ট হাসিনার সাথে সাথে বাংলাদেশে মামলার আসামী হয়েছেন সজীব ওয়াজেদ জয়ও। শুধু কি মামলা? গ্রেফতারি পরোয়ানাও জারি রয়েছে তার বিরুদ্ধে। বাংলাদেশের সাথে বিশ্বের অনেক দেশের বন্দি বিনিময় চুক্তি থাকলেও আমেরিকার সাথে দুর্ভাগ্যবশত এখনো সেই চুক্তি নেই। বাংলাদেশে হওয়া তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ঠেকাতেও আমেরিকার নাগরিকত্ব নিয়েছেন তিনি। এটিও বিশেষ একটি কারণ।


অন্যদিকে জয়ের বিরুদ্ধে বাংলাদেশ থেকে ৩০০ মিলিয়ন ডলার আমেরিকায় পাচারের গুরুতর আর্থিক অনিয়মের প্রমাণ পায় মার্কিন গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। সেটির তদন্ত এখনো চলমান, সেদেশের নাগরিকত্ব নেওয়ায় এখন বিশেষ সুবিধার বলে এটি থেকেও অব্যহতি পাওয়ার সম্ভাবনা তৈরি হলো জয়ের।


শুধু জয় নয় তার বোন সায়মা ওয়াজেদ পুতুলও আমেরিকাসহ বেশ কয়েকটি দেশের নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। পুতুলের বিশ্ব স্বাস্থ সংস্থার চাকুরিও এই গেলো বলে। জয়-পুতুল আর হাসিনার দেশ প্রেম এখন যেনো রূপকথার গল্প। দেশকে তারা কখনো কোনদিন ভালোবাসেনি। দেশপ্রেম তাদের মধ্যে থাকলে ২৪ এর গণঅভ্যুত্থান ঘটতো না বাংলার মাটিতে। আকাশে বাতাসে ভাসতো না ফ্যাসিস্ট হাসিনার বিগত ১৬ বছরের নারকীয় হত্যা-গুম আর নীপিড়নের গল্প।