Image description

ইনকিলার মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী বলেছেন, ‘যেকোনো উপায়ে ভারতাশ্রিত পরাজিত শক্তি উপদেষ্টা মাহফুজ আলমের ওপরে বড় আকারে হামলা করতে পারে। এমনকি তার জীবননাশের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না।’

বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ আশঙ্কার কথা জানান তিনি।

শিবিরের ওপরে এর দায় দিয়ে দেওয়া হবে জানিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা বলেন, প্রতিবেশী অ্যাম্বাসি, বিভিন্ন এজেন্সি, লীগ ও এদের পুরো এস্টাবলিশমেন্ট মুহূর্তেই তাদেরকে আবারও হত্যাযোগ্য করার ন্যারেটিভ নির্মাণ করে ফেলবে।

যারা এত দিন বিভিন্ন কারণে মাহফুজ আলমের যৌক্তিক বিরোধিতা করেছেন, মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদের জীবনকে জাহান্নাম বানিয়ে ফেলা হবে। এই সুযোগে বিএনপি, জামায়াত ও এনসিপির রূপ নিয়া লীগের পলাতক খুনিরা গুপ্ত হত্যায় নেমে পড়বে।

তিনি বলেন, এই ফাঁকে শাহবাগ আবার দ্বিগুণ শক্তিতে ফিরে আসবে। জুলাইয়ের পতন হবে।

ভারত ততক্ষণে দেশে গুড লীগ ফিরাইয়া আনবে। অথবা নিরাপত্তার অজুহাতে তাদের প্রেসক্রিপশনে এখানে ক্যু ঘটানো হবে। সুতরাং জান, জুলাই ও দেশ বাঁচাতে বিএনপি, জামায়াত ও এনসিপি জরুরি ভিত্তিতে এক টেবিলে বসুন। মৌলিক বিষয়গুলোতে মতানৈক্যসহ নিজেদের মধ্যে ঐক্য গড়ে তুলুন।

তিনি আরো বলেন, মনে রাইখেন, শুধু আপনাদের ভুলে দেশ আরেকটা গণহত্যার দ্বারপ্রান্তে চলে যেতে পারে। খুনিরা তখন কিন্তু আর কোনো দল চিনবে না! চিনবে শুধু দিল্লি ও লীগের শত্রু ছিল কারা?

মাহফুজ আলমের উদ্দেশে তিনি বলেন, ‘আল্লাহর ওয়াস্তে আপনি স্থির হোন। কিছুদিন বিশ্রাম নিন। আপনি একজন উপদেষ্টা। সরকারে আপনি কোনো দলের প্রতিনিধি নন।

যতক্ষণ সরকারে আছেন, ততক্ষণ আপনি সবার। কাইন্ডলি সবাইকে সেভাবে ট্রিট করুন। নয়তো পদত্যাগ করে সরাসরি রাজনীতি শুরু করুন। সবাইকে নিয়ে বসুন, প্লিজ। জুলাই না বাঁচলে কিন্তু বাংলাদেশ বাঁচবে না। (একান্ত ব্যক্তিগত পর্যালোচনা)।’