Image description
সংবাদমাধ্যমগুলোকে একটা জিনিস মাথায় ঢুকাতে হবে যে, শুধু তাদের 'রিপোর্ট' এর মধ্যে থাকা তথ্যগুলো ফ্যাক্ট চেক/ভেরিফিকেশন করে ছাপালেই হবে না, তাদের প্রকাশ করা 'মতামত' বা 'কলাম'গুলোতেও লেখকরা যা মন চায় তা 'তথ্য' আকারে হাজির করছেন কিনা সেগুলোও ভেরিফিকেশনের আওতায় আনতে হবে।
 
এই মতমত নিবন্ধে প্রথম আলোরই যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ছাত্রদল নেতাকে হত্যার ঘটনাটি তার মনের মতো ফ্রেইম করতে গিয়ে এক জায়গায় দাবি করেছেন--
"ছাত্রদলের নেতাদের অভিযোগ, কয়েক দিন আগে জাতীয় সংগীত গাওয়ায় বাধাদানকারীদের বিরুদ্ধে ফেসবুকে বার্তা দিয়েছিলেন সৌম্য। তার হত্যার পেছনে সেই বার্তাও কাজ করেছে কি না, সেই প্রশ্ন তুলেছেন তারা। আওয়ামী লীগ সরকারের আমলে ফেসবুকে বার্তাকে কেন্দ্র করে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করেছিল ছাত্রলীগের নেতা–কর্মীরা।"
 
আমি নিহত শাহরিয়ার আলম সাম্যর ফেসবুক আইডি (https://www.facebook.com/shammo2013) খুঁজে কোথাও এমন কোন পোস্ট পেলাম না যেখানে জাতীয় সংগীত গাওয়ায় বাধাবানকারীদের নিয়ে তিনি কিছু লিখেছেন বা শেয়ার করেছেন বা 'বার্তা' দিয়েছেন।
এখন প্রথম আলো এবং সোহরাব হোসেন সাহেবের দায়িত্ব হলো তাদের এই ক্লেইমের পক্ষে প্রমাণ হাজির করা। কোন ছাত্রদল নেতারা কোথায় সাম্যর এমন বার্তার কথা বলেছেন এবং সেই সাথে হত্যার পেছনে ওই কথিত বার্তা কাজ করেছে কিনা সেই প্রশ্ন তুলেছেন?
 
বাংলাদেশে সংবাদমাধ্যমে-- সেটা প্রথম আলো কিম্বা অন্য যে কোনো সংবাদমাধ্যমে ভুয়া এবং বিভ্রান্তিকর খবর প্রচার করা নিত্যনৈমত্যিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ভুয়া লেখকদের শত শত কলাম ছাপানোয়ও দেশি সংবাদমাধ্যমের রেকর্ড আছে। এখন সত্যিকারের কলাম লেখকদের কলামে ভুয়া তথ্য আছে কিনা সেটি যাচাই না করে প্রকাশের সুযোগ নেই। 'মতামত' কলাম বলে ছাড় পাওয়ার কোন সুযোগ নেই যখন লেখক 'তথ্য' আকারে কিছু হাজির করছেন।
 
প্রথম আলো বা সোহরাব হাসান যদি সাম্যর কথিত ওই বার্তার প্রমাণ হাজির না করতে পারেন তাহলে তাদের দেয়া 'তথ্য'টি সংশোধন করে দু:খ প্রকাশ করা উচিত।
 
(সোহরাব সাহেবের কলামটিতে আরও অনেক সমস্যা আছে। বিশেষ করে এই ঘটনায় কোন সংবাদমাধ্যম বা কর্তৃপক্ষের অনুসন্ধানে কনক্রিট কোন তথ্যপ্রমাণ উঠে আসার আগেই ঘটনার 'পেছনের কারণ সম্পর্কে' ডেস্কে বসে প্রিএমটিভলি একটা বয়ান মার্কেটে ছেড়ে দেয়ার ব্যাপারটি তো আছেই। আমি সেই বিষয়গুলোতে ফোকাস করছি না। আমার ফোকাস উনার দেয়া একটি 'তথ্য' এর ফ্যাকচুয়াল একিউরেসি নিয়ে।)