
রাজধানীর মোহাম্মদপুরে এক ব্যবসায়ীকে দোকান বেদখল করে দেওয়ার কথা বলে অগ্রিম টাকা নেওয়ার অভিযোগ উঠে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহবায়ক সাইফুল ইসলাম রাব্বি ও যুগ্ম সদস্য সচিব তানভী সিয়ামের বিরুদ্ধে।
এ নিয়ে সংবাদ প্রকাশের পর ব্যবসায়ী ইসমাইল হোসেনকে টাকা ফেরত দিয়েছে অভিযুক্তরা।
ইসমাইল হোসেন বুধবার রাতে যুগান্তরকে বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মোহাম্মদপুর থানার আহবায়ক সাইফুল ইসলাম রাব্বি ও যুগ্ম সদস্য সচিব তানভী সিয়াম আমার দোকান বেদখল করে দেওয়ার কথা বলে যে টাকা নিয়েছিল তা ফেরত দিয়েছে। আজ আমার সঙ্গে দেখা করে টাকা ফেরত দিয়ে গেছে তারা।
এর আগে এই ব্যবসায়ী বলেন, মোহাম্মদপুর টাউন হল কাঠপট্টি এলাকায় তার একটা দোকান রয়েছে। দোকানটি আওয়ামী লীগের এক নেতা দখল করে রেখেছে। দোকানটি উদ্ধার করে দেবে বলে সমন্বয়ক পরিচয়ে রাব্বি ও সিয়াম নামে দুইজন তার কাছে আসে। তারা জানায়, এক লাখ টাকা দিলে দোকানটি উদ্ধার করে দেবে। দরকষাকষির এক পর্যায়ে তাদেরকে ৫০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়। গত ২৭ এপ্রিল সিয়াম ও রাব্বি কাজ করে দেবে বলে তার কাছ থেকে অগ্রিম ৫ হাজার টাকা নিয়ে যায়।