Image description

চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতাল নির্মাণে ২৩ একর জমির দলিল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ বুধবার বেলা চট্টগ্রামের সার্কিট হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ আবদুস সালামের হাতে নিবন্ধিত দলিলটি তুলে দেন তিনি।

এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে চট্টগ্রামবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানের একটি বিশেষায়িত হৃদরোগ হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রম।

জানা গেছে, চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন হাসপাতালটি নির্মাণ করা হবে পাহাড়তলী থানার দক্ষিণ কাট্টলী এলাকায়।

এর আগে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল সোয়া ৯টার দিকে চট্টগ্রাম পৌঁছান। দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম চট্টগ্রাম সফর ছিল। বেলা ১১টায় চট্টগ্রামের সার্কিট হাউস থেকে তিনি চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর বহুল প্রত্যাশিত রেলসহ সড়ক সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। দিনের শেষ ভাগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নেবেন।