Image description

আবাসন ভাতা, প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট অনুমোদনসহ তিন দফা দাবি নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ‘মার্চ টু যমুনা’ পুলিশের বাধার মুখে পড়েছে। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করছে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এ যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা। এটি কাকরাইল এলাকায় পৌঁছালে সেখানে পুলিশের বাধার মুখে পড়েন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কাকরাইল মসজিদের সামনে অবস্থান করছেন। তাদের সঙ্গে শিক্ষকরাও আছেন।

টিয়ারগ্যাস নিক্ষেপে বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ। তাদের মধ্যে দুজনের নাম জানা গেছে। তারা হলেন আইন বিভাগের বাকী ও দর্শন বিভাগের আসিফ আদনান আহত। তাদের ঢাকা মেডিকেল নেওয়া হয়েছে।

এ ছাড়া পুলিশের লাঠিপেটায় তিন সংবাদকর্মী আহত হয়েছেন। তারা হলেন বাংলা ট্রিবিউনের সুবর্ন, দৈনিক সংবাদের মেহেদী, ঢাকা পোস্টের মাহতাব লিমন।

এর আগে আজ বুধবার (১৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে বিশাল মিছিল নিয়ে যমুনার উদ্দেশে লংমার্চ শুরু করেন।

এ সময় শিক্ষার্থীরা ‘ভুজুংভাজুং বুঝিনা, লং মার্চ টু যমুনা’, ‘মুলা না ক্যাম্পাস, ক্যাম্পাস ক্যাম্পাস’, ‘লেগেছেরে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘রক্ত লাগলে রক্ত নে, তবু আমাদের হল দেসহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এর আগে সকাল ১০টা থেকেই ক্যাম্পাসে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে শিক্ষার্থী ও শিক্ষকদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল ইউজিসিতে যান। কিন্তু ইউজিসি থেকে আশানুরূপ কোনো ঘোষণা না আসায় ‘লং মার্চ টু যমুনা’ কর্মসূচি ঘোষণা দেন শিক্ষার্থীরা। ওই দিন বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের সমন্বয়ে গঠিত ‘জুলাই ঐক্য’ সংগঠনের পক্ষ থেকে এ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।