
অনলাইন অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক ফাহাম আব্দুস সালাম তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, বাংলাদেশে কোন পার্টি আরেক পার্টির ওপর অভিমান করলেই বলে যে “এই মুহূর্তে বাংলা ছাড়”
আবার বাংলা ছাড়লেই তাকে নিয়ে হিংসা করে। দুইবার কামরুজ্জামানকে দেখুন যে সবাই হিংসা করে। গোলাপ ভাই করে না কিন্তু দেশে থাকা দেশিরা করে। এর কারণ কী?
আমার মনে হয় এর মূল কারণ ২টি। প্রথমত এই দেশের বেশিরভাগ মানুষ দেশকে একটা বড় গ্রাম মনে করে। অপছন্দের কেউ হলে গ্রাম ছেড়ে চলে যাক। অন্ধকারে মিলিয়ে গেলে বাকিটা আমার দেখার দরকার নাই। গ্রামের পরে একটা পৃথিবী আছে বটে- সেটা দেখা আমার দায়িত্ব না।
আর দ্বিতীয় কারণটা হোলো ফোনেটিক। বাংলা ছাড় কথাটার মধ্যে একটা কাব্যিকতা আছে। অনেক সময় ছান্দিক কিছু শব্দ একত্র করলে একটা মানে হয় যেটা আলাদা আলাদা ভাবে এক মানে কিন্তু জোড়া লাগালে আরেক মানে। যেমন ধরেন গোয়াদার পোর্ট। তিনটা ইউনিটের ইন্ডিভিজুয়াল মিনিং একই রকম ও কাছাকাছি। কিন্তু তিনটা মিলালে আবার আরেক জিনিস।
ঠিক তেমনি বাংলা ছাড় মানে বাংলা ছেড়ে চলে যা তুই- এটা না। বাংলা ছাড় মানে হলো আমি তোর থেকে বেশি অধিকার রাখি এই গ্রামে ভাত খাওয়ার। তুই তাই চলে যা। আমি খাবো। তুই খাবি না।