Image description
 

কাবিননামা একটি গুরুত্বপূর্ণ দলিল, যা ইসলামি শরিয়ত মোতাবেক বিবাহ সম্পাদনের প্রমাণস্বরূপ ব্যবহৃত হয়। তবে অনেক সময় দেখা যায়, বিবাহের পর কাবিননামাটি হারিয়ে যায়, নষ্ট হয়ে যায়, কিংবা রাগ-ক্ষোভের কারণে কেউ তা ছিঁড়ে ফেলেন। তখন অনেকেই বিপাকে পড়েন—কোথায় গেলে পাওয়া যাবে সেই কাবিননামার কপি?

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আঞ্জুমান আরা লিমা বলেন, “বিয়ের সময় কাজী অফিস থেকে কাবিননামা সংগ্রহ করার সুযোগ থাকে। সাধারণত বর বা কনের পক্ষ থেকে কেউ একজন সেটি নিয়ে থাকেন। তবে অনেক সময় এমনও হয় যে বিয়ের পর কাবিননামা সংগ্রহই করা হয় না। আবার ঝগড়া, মনোমালিন্য কিংবা অন্য কারণে তা হারিয়ে গেলেও চিন্তার কিছু নেই।”

তিনি আরও জানান, “আপনি চাইলে কাবিননামার নকল কপি বারবার তুলতে পারবেন। যেই কাজীর মাধ্যমে বিয়ে হয়েছে, সেই কাজীর অফিসেই কাবিননামার রেজিস্ট্রার সংরক্ষিত থাকে। আপনি যদি বিয়ের তারিখ, বর-কনের নাম ও ঠিকানা সঠিকভাবে জানাতে পারেন, তাহলে খুব সহজেই এবং অল্প খরচে কাবিননামার কপি সংগ্রহ করা সম্ভব।”

 

কাবিননামা শুধু একটি কাগজ নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, যা দাম্পত্য সম্পর্ক ও আইনগত অধিকার সুরক্ষায় অত্যন্ত কার্যকর। তাই বিয়ের পর কাবিননামা সংগ্রহ ও সংরক্ষণ করা উচিত, আর হারিয়ে গেলে দ্রুত কাজী অফিস থেকে তার নকল সংগ্রহ করে রাখা উচিত।