Image description
 

বিদেশে চিকিৎসা ব্যয় মেটাতে সর্বোচ্চ ১০ হাজার ডলার নিয়ে যাওয়ার সীমা রয়েছে। এখন তা বাড়িয়ে ১৫ হাজার ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হবে না।

 

সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন।

এতে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য ১০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়ার অনুমতি ছিল। এখন এই সীমা বাড়িয়ে ১৫ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নেওয়া যাবে। এই অর্থ প্রেরণের সময় বিদেশের হাসপাতাল বা চিকিৎসা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে সরাসরি পাঠাতে পারবে। এছাড়া প্রিপেইড/ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমেও এই অর্থ প্রেরণের সুযোগ থাকবে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, নগদ সর্বোচ্চ ৫ হাজার ডলার (সামগ্রিক সীমার মধ্যে) প্রদান করা যাবে।

ব্যাংকাররা জানান, ভারতে ভিসা বন্ধ থাকার কারণে অন্য দেশে চিকিৎসার জন্য ভিসার আবেদন করতেছে। ওইস দেশে চিকিৎসা খরচ বেশি। তাই ডলার নেওয়ার সীমা বাড়ানো হয়েছে।