Image description

জুলাই বিপ্লবে শহিদ অজ্ঞাতনামা ৮টি মরদেহের পরিচয় উদ্‌ঘাটনে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। লাশগুলো ইসলামী জনকল্যাণ সংস্থা আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন হয়েছিল বলে জানা গেছে। আজ সোমবার (১২ মে) তথ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই বিপ্লবের পর ৮১ বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেলের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। 

আরো বলা হয়েছে, এর মধ্যে আটটি মরদেহ জুলাই বিপ্লবের শহিদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হওয়া গেছে। এ পর্যন্ত মরদেহগুলোর পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন। মরদেহগুলোর বয়স,শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, মরদেহ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা পাওয়া যাবে তথ্য অধিদপ্তরের ওয়েবসাইটে।

ওয়েবসাইটের ঠিকানা: (https://pressinform.gov.bd/site/notices/6e19f3e6-5640-4cd9-9455-bd927271fa19/) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায়।