Image description

এসএসসি পরীক্ষায় ফেল করলেও কলেজে ভর্তি সুযোগ পেতে আন্দোলনের ডাক দিয়েছেন ২০২৫ সালের পরীক্ষার্থীদের একাংশ। দুই দাবিতে আগামী ১৭ মে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করবেন বলে জানিয়েছেন তারা। কর্মসূচি ঘোষণা করে গণমাধ্যমে বার্তাও পাঠিয়েছেন তারা।

ঢাকার একটি স্কুলের এসএসসি পরীক্ষার্থী মো. রাব্বি আহমেদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘কমপক্ষে তিন বিষয়ে অকৃতকার্য হওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তির সুযোগ দেওয়া হোক। পাশাপাশি সিকিউ এবং এমসিকিউ মিলিয়ে পাসসহ সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা হোক।’

তিনি বলেন, ‘রাজধানীর ৩০ থেকে ৩৫টি স্কুল, ঢাকার আশপাশের বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা এ সমাবেশে অংশগ্রহণ করবেন। এতে প্রায় তিন হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করার কথা রয়েছে। প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী এক বা দুই বিষয়ে কারণবশত পরীক্ষা দিতে পারেন না। এতে তারা পরীক্ষায় অকৃতকার্য হন।’

তিনি আরও বলেন, ‘পরীক্ষায় ফেল করার কারণে মানসিকভাবে ভেঙে পড়েন। এতে অনেক শিক্ষার্থী আত্মহত্যার মতো পথ বেছে নেয়। আমরা চাই কোনো শিক্ষার্থী এমন পথ যেন আর বেছে না নেয়। আবার অনেকে অসুস্থতা বা অন্যান্য সমস্যার কারণে পরীক্ষায় পাস করতে পারে না।’

বিষয়টি বিবেচেনায় নিয়ে সরকার যেন পদক্ষেপ নেয়, তাই কর্মসূচির ডাক দিয়েছেন বলে জানিয়েছেন রাব্বি। তাদের দাবিগুলো হলো- সিকিউ ও এমসিকিউ মিলিয়ে পাস দেওয়া এবং সাপ্লিমেন্টারি এক্সাম সিস্টেম চালু করা।