Image description

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের বিষয়ে কারো গাফিলতি আছে কিনা, তদন্ত করে দেখা হচ্ছে। শনিবার দুপুরে তিনি একথা বলেন।

তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফেরানোর জন্য করছে ইন্টারপোল। জনগণের ভোগান্তির জন্য সড়ক অবরোধ না করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আমার কাছে এই ব্যাপারে তথ্য নেই। আপনারা যেহেতু বললেন আমি খোঁজ নেব। যেহেতু তদন্ত কমিটি করা হয়েছে, কমিটি পুঙ্খানুপুঙ্খ দেখে ব্যবস্থা নেবে। যারা দোষী তাদের শাস্তি পেতেই হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্ত কমিটি তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। প্রতিবেদনের পর যারা দায়ী তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।