Image description

বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম বলেছেন, দেশের চলমান নৈতিক ও প্রশাসনিক অবক্ষয় থেকে মুক্তির একমাত্র উপায় হলো দুর্নীতিবাজদের সামাজিকভাবে ঘৃণা করা এবং তাদের আইনের আওতায় আনা।

তিনি বলেন, “যে দুর্নীতিবাজ, তাকে ঘৃণা করতে হবে, তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা ছাড়া এই অবস্থা থেকে বের হওয়া সম্ভব নয়।”

আবদুস সালাম আরও বলেন, “আজকাল দুর্নীতিবাজরা বড় বড় বিল্ডিং বানাচ্ছে, আবার মসজিদ-মাদ্রাসায় দান করছে। তারা টোটাল সমাজের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিচ্ছে। যখন ক্ষমতা তাদের হাতে থাকে, তখন তারাই অন্যদেরও দুর্নীতির পথে টেনে নেয়।”

বিগত সরকার আমলের কথা উল্লেখ করে তিনি বলেন, “তখন রাষ্ট্র, সরকার ও সরকারি দল একাকার হয়ে গিয়েছিল। মনে হতো, ডিসি যেন ওই এলাকার আওয়ামী লীগের সভাপতি আর এসপি সাধারণ সম্পাদক। এমন অবস্থায় রাজনৈতিক দলের প্রয়োজনই ছিল না, প্রশাসনই হয়ে উঠেছিল শাসক দল।”

তিনি জোর দিয়ে বলেন, “এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হলে সবার আগে আইনের শাসন নিশ্চিত করতে হবে।”

সূত্র: https://www.youtube.com/watch?v=f0lDkVEDIsU