
শহীদ পরিবার বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। তিনি আরও বলেন, ‘জুলাই জনতা বেঁচে থাকতে বাংলাদেশের নির্বাচনের ব্যালটে নৌকা মার্কা থাকবে না।’
তিনি এ ব্যাপারে কটাক্ষ করে আরও বলেন, ‘তবে বিশেষ বিবেচনা আছে। যদি আপনি নিজে এটা চান, তাহলে আপনাকে নৌকার ক্যান্ডিডেট করা যেতে পারে।’ তার এ বক্তব্যে স্পষ্ট বাক্যে বারবার বলেন, ‘শহীদ পরিবার একসাথে হয়ে ঘোষণা দিয়েছে, টাড়া বেঁচে থাকতে আওয়ামী লীগের পুনর্বাসন চলবে না।’
এর আগে গত ২১ এপ্রিল আওয়ামী লীগের পুনর্বাসন হলে দেশে রক্তের বন্যা বয়ে যাবে বলেও মন্তব্য করেছিলেন তিনি। এ নিয়ে ইনকিলাব মঞ্চসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে। ওইদিন হাদি বলেছিলেন, ‘আমাদের গায়ে এক ফোটা রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসিত হতে দেব না।’
সেসময় বিএনপি ও জামাতকে প্রশ্ন করে ভারতকে এসিয়ান ইসরাইল আখ্যা দিয়ে ইনকিলাব মঞ্চের এই নেতা আরো বলেছিলেন, ‘কেন আওয়ামী নিষিদ্ধের প্রশ্নের উত্তর দেন নি? আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে আমরা রাজপথ ছাড়ব না।’