Image description
নুরুল ইসলাম সাদ্দাম

আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি ‘আওয়ামী’ পৃষ্ঠপোষক উপদেষ্টাদের শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। বৃহস্পতিবার (৮ মে) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে  এ দাবি জানান তিনি।

ওই পোস্টে  শিবির সেক্রেটারি লেখেন, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ অন্তর্বর্তীকালীন সরকারকে ঘোষণা করতে হবে। 

তিনি আরও লেখেন, পাশাপাশি যেসব উপদেষ্টা চিহ্নিত আওয়ামী আমলাদের পৃষ্ঠপোষকতা দিয়ে পদায়ন করেছেন, তাদের শাস্তির আওতায় আনতে হবে এবং আওয়ামী দোসর সকল আমলা ও প্রশাসনের বিচারের জন্য স্পেশাল ফোর্স ও তদন্ত কমিটি গঠন করতে হবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন ছাত্র-জনতা। প্রতিবেদন লেখা পর্যন্ত অবস্থান কর্মসূচি চলছে।