Image description

আওয়ামী লীগের বিচার নিশ্চিত ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এনসিপির ডাকা অবস্থান কর্মসূচিতে মানুষের সংখ্যা বাড়ছে। নতুন করে যোগ হয়েছে ইনকিলাব মঞ্চ ও জুলাই ঐক্য আন্দোলন। 
আওয়ামী লীগ নিষিদ্ধ ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণ চেয়েও স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।

বর্তমানে যমুনার সামনের দুই পাশে সড়কেই ছোট ছোট গ্রুপে বিভক্ত হয়ে বিক্ষোভ করছেন নেতাকর্মীরা। তাদের সঙ্গে বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরাও অংশগ্রহণ যোগ দিয়েছেন। তারা স্লোগান দিচ্ছেন, ‘শাপলার হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’।

এনসিপি নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন, ‘গোলামি না রাজপথ, রাজপথ রাজপথ’; ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’; ‘লীগ ধর বিচার কর’; ‘জ্বালো জ্বালো আগুন জ্বালো’।