Image description

‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ চেয়ে জাতীয় নাগরিক পার্টির নেতাদের আহ্বানে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন কয়েকশ বিক্ষোভকারী।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা নাগাদ এই অবস্থান কর্মসূচির আহ্বানের পর হাসনাত আব্দুল্লাহ শতাধিক বিক্ষোভকারীদের নিয়ে যমুনার সামনে জড়ো হন। পরে বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে অনেকেই তাদের সঙ্গে যোগ দেন।

রাত সাড়ে ১২টা নাগাদ রাজধানীর বাংলামোটর থেকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, জ্যৈষ্ঠ যুগ্ম সমম্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এসময় তারা ‘খুনি হাসিনার বিচার চাই’, ‘ব্যান আওয়ামী লীগ’, ক্ষমতা না জনতাসহ একাধিক স্লোগান দেন।

এদিকে যমুনার সামনে হাসনাত আব্দুল্লাহ বলেন, ৫ আগস্ট আমরা যে ভুল করেছি, আজ আমরা তা সংশোধন করতে এসেছি। আমাদের ম্যান্ডেট দুই হাজার শহীদ এবং ২৫ হাজার আহত।

আওয়ামী লীগকে গণহত্যাকারী, রাষ্ট্রদ্রোহী এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার আগে আমরা যমুনার সামনে থেকে উঠব না।

ড. ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তা বলার ম্যান্ডেট আপনার নেই। আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, আমরা এখান থেকে উঠব না।

হাসনাত আরও বলেন, আপনারা আমাদের থামাতে পারবেন না। জুলাইয়ে আমাদের জীবন আমরা বাংলাদেশের জন্য ওয়াকফ করে দিয়েছি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে। তবে আওয়ামী লীগের প্রসঙ্গে সমগ্র বাংলাদেশ ঐক্যবদ্ধ।

এদিকে বিক্ষোভের কারণে যমুনার সবগুলো সড়ক বন্ধ করে রেখেছে পুলিশ। এছাড়াও রাস্তায় বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনী ও র‍্যাবের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, রাজধানীর কাকরাইল মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, মিন্টু রোডের মোড় থেকেই পুলিশ যান চলাচল নিয়ন্ত্রণ করছে।