
ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছেড়েছেন ওই সরকারের সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার (৮ মে) দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি।
রাত ১১টার দিকে বিমানবন্দরে পৌঁছান আবদুল হামিদ। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ড. এএম নওশাদ। বিমানবন্দরে ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তিনি দেশ ত্যাগের সবুজ সংকেত পান।
আবদুল হামিদ আওয়ামী লীগ সরকারের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি জাতীয় সংসদের স্পিকার ছিলেন।
তবে দেশের সাম্প্রতিক রাজনৈতিক রূপান্তরের পর দীর্ঘদিন গণমাধ্যম ও জনদৃষ্টির আড়ালে ছিলেন তিনি। দেশত্যাগের এই পদক্ষেপ বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।