
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, আমরা যারা ফ্যাসিস্ট বিরোধী দল আছি তারা যেন ঐক্যটি ধরে রাখি।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারি উপজেলার মির্জাপুরে বারো আউলিয়ার মাজারের ওরশ শরিফ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ভারতের সাথে সাথে আমাদের শুধু বাণিজ্যিক সম্পর্কটা গুরুত্বপূর্ণ নয় পাশাপাশি পরিবেশটাও গুরুত্বপূর্ণ। এর আগে যত দেশে দেশে যুদ্ধ হয়েছে পার্শ্ববর্তী দেশগুলো ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা চাই যুদ্ধ যেন না হয়। আমরা মনে করি ভারত-পাকিস্তান যাতে ধর্মীয় উস্কানি ব্যবহার না করে। প্রথম হামলাটি ভারত করেছে।
পেহেলগামে হামলার বিষয়ে তিনি বলেন, কোন রকম প্রমাণ ছাড়া ভারত যদি বলে পাকিস্তান হামলা করেছে তাহলে আগে প্রমাণ উপস্থাপন করতে হবে। আর্ন্তজাতিক আদালত, আর্ন্তজাতিক আইনে কিংবা অনেক সংস্থা আছে যে জায়গায় প্রমাণ উপস্থাপন করতে পারবে।