Image description

দুই বছর আগে প্রথমবারের মতো পর্দা ওঠে সেলিব্রেটি ক্রিকেট লীগ বা (সিসিএল)-এর। তবে দুর্ভাগ্যবশত মারামারির কারণে মাঝপথেই স্থগিত হয়ে যায় টুর্নামেন্টটি। অনেকেই ধরে নিয়েছিলেন সেলিব্রেটি ক্রিকেট লীগ বুঝি পণ্ড হয়ে গেল। তবে সব শঙ্কা উড়িয়ে দিয়ে দুই বছর পর পুনরায় মাঠে গড়িয়েছে টুর্নামেন্ট।

 
এবার নাম বদলে হয়েছে ‘সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফি’ (সিসিটি)। যেখানে লাইট, ক্যামেরা ছেড়ে আবারও ২২ গজের মাঠে নেমেছেন শোবিজ তারকারা।
 

সেলিব্রিটি চ্যাম্পিয়নস ট্রফিতে এবার খেলছেন অভিনেত্রী সালহা খানম নাদিয়া। প্র্যাকটিস চলাকালীন অভিনেত্রী মুখোমুখি হন গণমাধ্যমের।

 
যেখানে খেলা নিয়ে কথা বলার পাশাপাশি উঠে আসে নেটিজেনদের সমালোচনার প্রসঙ্গও। টুর্নামেন্ট নারী তারকাদের বোলিং নিয়ে ট্রল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। তবে নেটিজেনদের এই ব্যঙ্গ-বিদ্রুপকে পাত্তা দিচ্ছেন না নাদিয়া। 

 

নাদিয়া বলেন, ‘আমাদের অ্যাক্টিং নিয়ে যদি কিছু বলত তখন আমরা জবাব দিতে পারতাম।

 
বাট আমাদের বোলিং নিয়ে কিছু বললে তো কিছু বলারই নাই। কারণ যারা বলছে তারা বোকা। আমরা তো অ্যাক্টর। আমরা তো এগুলো করি না। আপনি যে ফেসবুকে বসে আমাদের বোলিং নিয়ে ট্রোল করছেন আপনি একটু আমাদের অ্যাক্টিংটা করে দেখান তো! আমরা অ্যাওয়ার্ড নিই, আমরা আপনাদের ভিউ নিই, আপনাদের ক্রাশ হই।
 
তো আমরা তো এত কিছু করি। আপনারা ওইখানে বসে জাস্ট একটা ফ্রাস্ট্রেটেড মানুষের মতো বসে বসে মানুষকে কমেন্ট করছেন।’

 

দেখুন সম্পূর্ণ ভিডিওটি :