Image description
 সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর পোষ্টের অভিযোগে ঝিনাইদহে  এম. এ. সাঈদ ওরফে গুরুজী জ্যোতিষ সাঈদ (৬৭) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার বিশেষ অভিযানে ঢাকার সাভারের জামসিং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে সোমবার বিকাল সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে ঝিনাইদহ জেলা পুলিশ জানায়, গত শনিবার (৩ মে) সাঈদ তার ফেসবুক আইডি থেকে ইসলাম বিদ্বেষী একটি পোষ্ট দেন। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

ক্ষুব্ধ মুসলিম জনতা পাগলাকানাই এলাকার তার রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন, কার্যালয়ে ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগ করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানার পুলিশ এবং পরবর্তীতে সিটিটিসি, ডিএমপি ঢাকার সহায়তায় পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে সাঈদকে গ্রেপ্তার করে।
 

এ ঘটনায় মোঃ ইসমাইল হোসেন বেলালী (৩৬) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ২৯৫(ক)/২৯৮/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১১, তারিখ-০৫/০৫/২০২৫)। পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো অপরাধে কঠোর অবস্থান নেবে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা প্রয়োজন, তা করা হবে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আস