
Abu Saleh Yahya( আবু সালেহ ইয়াহিয়া)
৫ই মে ২০১৩ সালে যা হয়েছিল তা নিয়ে সরকারি বয়ানটা কেমন ছিল ? হেফাজতের কর্মীরা ঢাকার রাজপথের অনেকগুলো গাছ কেটে ফেলেছিল । গাছ কাটতে গিয়ে ক্লান্ত হয়ে শরীরে রং মেখে রাতের বেলা রাজপথে শুয়ে পড়েছিল ।
ভোরবেলা পুলিশ এসে তাদের ঘুম ভাঙিয়ে দিলে দৌড়িয়ে তারা ঢাকা ছেড়ে চলে যায়। এরপর তাদের অনেককে আর খোঁজে পাওয়া যায়নি।
জুলাই বিপ্লব না ঘটলে জাতির ভবিষ্যৎ প্রজন্ম ৫ই মে'র ইতিহাস পাঠ করত এভাবেই।
৫ই মে'র এমন ইতিহাস বিকৃতিই বলে দেয়, ক্ষমতাসীনদের হাত ধরে ৭১ এর ইতিহাস তখন কিভাবে রচিত হয়েছিল? যার আরেকটা বাস্তব নজির আমরা দেখলাম, চব্বিশের জুলাই বিপ্লবকে নিয়েও।
যে কোন বিজয়ের পর অনেক ধুর্ত সুবিধাবাদীদের পাওয়ারফুল উত্থান দেখা যায়। যারা সবসময় অনেক ধ্রুবসত্যকে ছাইচাপা দিয়ে ইতিহাসকে তাদের বগলদাবা করে নেয়।