Image description

Zulkarnain Saer (জুলকারনাইন সায়ের)


 
ভেবেছিলাম হাসিনা সরকার পতনের পর দেশের দুর্নীতি চক্রের গতি হ্রাস পাবে। কিন্তু দুর্নীতি যেন এক ভিন্ন মাত্রায় আবির্ভূত হয়েছে।
 
২৪ এর গণঅভ্যুত্থানে বিন্দুমাত্র কন্ট্রিবিউশন নেই, এমন চিহ্নিত কিছু ব্যক্তি যারা বিদেশ থেকে উড়ে এসে রাষ্ট্রযন্ত্রে যুক্ত হয়েছেন, তাদের কয়েকজন অবিশ্বাস্য সব ধান্দাবাজিতে জড়িয়েছেন, কিন্তু বেছে নেয়া পদ্ধতিগুলো বেশ কাঁচা।
 
কখনো কি ভেবেছেন আপনাদের মুখোশ উন্মোচন হবার পর পরিণতি কি হতে পারে?