Image description

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের কাঠগড়ায় হাজির হয়েছিলেন সাবেক সংসদ সদস্য হাজি সেলিম। আজ ৫ মে রবিবার সকাল ৯টা ৫৮ মিনিটে আদালতের হাজতখানা থেকে যখন তাকে বের করা হয়, তখন পরনে ছিল সাদা পায়জামা ও সাদা টিশার্ট; মাথাভর্তি লম্বা সাদা চুল ও ঘন সাদা দাড়িতে তাকে অনেকটা "দরবেশ" বলেই মনে হচ্ছিল বলে মন্তব্য করেছেন প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।

তিনি বলেন, "মানুষের তো পাঁচটি ইন্দ্রিয় থাকে। তার একটি হয়তো দুর্বল, কিন্তু বাকি ইন্দ্রিয়গুলো সক্রিয় আছে। তিনি নানা ধরনের চিৎকার করেন, অভিব্যক্তি প্রকাশ করেন—প্রতিদিনই করে আসছেন। আজ তাকে দেখে একেবারে দরবেশের মতোই মনে হলো। বিশাল দাড়ি, লম্বা সাদা চুল।"

ফারুকী আরও বলেন, "ফ্যাসিস্টরা কখনো ভাবে নাই, তাদের জন্য এমন খারাপ দিন আসবে। তারা মনে করেছিল আজীবন ফ্যাসিজম চালিয়ে যেতে পারবে। কিন্তু এখন তাদের অতীতের কর্মের ফল ভোগ করার সময় এসেছে। এখন তারা বিচারের মুখোমুখি।"