
সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রী বিষপানে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার (৪ মে) এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় জিরানী বাজার বাসস্ট্যান্ড এলাকার দারুল ইসলাহ মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
নিহত ছাত্রীর নাম হুরাইরা আক্তার কামনা (১৭)। তিনি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নের আনিসুজ্জামানের মেয়ে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, হুমাইরার সাথে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের প্রেমের সম্পর্ক ছিল। শুক্রবার (২ মে) আব্দুল কাদের কিশোরগঞ্জ থেকে হুমাইরাকে সাভারে নিয়ে আসেন। এরপর শনিবার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে কাদের মুঠোফোনে হুমাইরার পরিবারকে তার অসুস্থ হওয়ার খবর দেয়। খবর পেয়ে কিশোরগঞ্জ থেকে হুমাইরার পরিবারের সদস্যরা হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরকে আটক করেছে পুলিশ।
এ বিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অটল বিহারী বিশ্বাস জানান, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাদেরের সাথে নিহত শিক্ষার্থীর প্রেমঘটিত বিষয়ে মনোমালিন্য চলছিল। এরই জের ধরে বিষ জাতীয় ক্ষতিকর পদার্থ পান করে ওই ছাত্রী আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা হয়েছে। এছাড়া, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।