Image description

কুড়িগ্রামে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে বিক্রম মণ্ডল (২৩) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ মে) কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল ও কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয়। 

আটক যুবক নওগাঁ জেলার বিশ্বনাথ মণ্ডলের ছেলে।

রবিবার (৪ মে) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে আটকের বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ডিবির (ওসি) মো. বজলার রহমান।

পুলিশ জানায়, পুলিশ কনস্টেবল পদে মো. রাশেদুল ইসলাম নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে বিক্রম মণ্ডল নামের একজন ভুয়া পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রক্সি পরীক্ষা দিতে এলে লিখিত পরীক্ষা পরিচালনার দায়িত্বে থাকা পুলিশ সদস্যের সন্দেহ হয় এবং কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজর মেইন গেটে প্রবেশের সময় তাকে আটক করা হয়। পরে তাকে মোবাইল কোর্টের মাধ্যমে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রামের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার মো. বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে কুড়িগ্রাম জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ চলছে। এরই ধারাবাহিকতায় রবিবার লিখিত পরীক্ষায় আমরা একজন ভুয়া পরিক্ষার্থীকে আটক করেছি এবং নিয়োগ সংক্রান্তে কারও সঙ্গে কোনো প্রকার অনিয়ম ও আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করছি।’