Image description

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রবিবার সন্ধ্যায় ধারালো অস্ত্র দিয়ে হাসনাত আব্দুল্লাহকে বহনকারী গাড়িতে এ হামলা চালায় দৃবৃত্তরা। 

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী ছাত্রশিবিরের প্রকাশনা সম্পাদক সাদিক কায়েম। 

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবে আমাদের সহযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর উপর কাপুরুষোচিত হামলা হয়েছে।

বিপ্লবীদের রক্তাক্ত করার মনোবাসনা নিয়ে জুলাইয়ের সন্ত্রাসীরা শহর-বন্দরে অলিতে-গলিতে নিঃশ্বাস ফেলছে। 

তিনি বলেন, তাদের আইনের আওতায় না আনার ফলেই এমন হামলা সম্ভব হয়েছে। এই ব্যর্থতার দায় ইন্টেরিম গভমেন্টের। অবিলম্বে আজকের হামলাকারীসহ জুলাইয়ের সকল গণহত্যাকারী ও সন্ত্রাসীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।