
‘এখানে নারী সাংবাদিক গ্ৰহণযোগ্য নয়’ উল্লেখ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের সংবাদ সম্মেলন থেকে এক নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী মনিকা চৌধুরী দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক।
শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে মনিকা চৌধুরী বলেন, বরিশাল প্রেসক্লাবে চরমোনাই হুজুরের সংবাদ সম্মেলনের খবর পেয়ে সেখানে যাই। তখন সংবাদ সম্মেলন শুরু হয়নি। যথারীতি অন্যান্য সাংবাদিকদের সঙ্গে আমার ক্যামেরা-বুম প্রস্তুত করে ফুটেজ নিচ্ছিলাম।
তখন হুজুরের অনুসারী কয়েকজন এসে বললেন, ‘আপনি একজন নারী। আপনি এখানে থাকতে পারবেন না। আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়। আপনি বেরিয়ে যান’।”
ওই সাংবাদিক আরও বলেন, আমি জানতে চেয়েছিলাম নারী সাংবাদিক কেন গ্রহণযোগ্য নয়। উত্তরে তারা বলেন, এখানে অনেক হুজুরেরা আছেন। তারা ব্যাপারটি পছন্দ করবেন না। অন্যান্য সহকর্মীরা তাদের এই কথার প্রতিবাদ করলে তারা বলেন, নারী সাংবাদিক এখানে কিছুতেই থাকতে পারবে না। তাকে এখান থেকে চলে যেতেই হবে।”
মনিকা চৌধুরী বলেন, ‘ঘটনার পর আমি লজ্জা পেয়েছি, কান্না করে বের হয়ে গেছি। আমিতো একজন সংবাদকর্মী; নারী হই, পুরুষ হই, ট্রান্সজেন্ডার হই; আমিতো সেখানে সংবাদকর্মী পরিচয়ে দায়িত্ব পালন করতে গিয়েছি।’
এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি ফয়জুল করিম বলেন, আমি একজন মুসলমান। আমি আমার ধর্ম পুরোপুরি পালন করব। আমার ধর্মমতে সব পালন করার স্বাধীনতা আছে। তবে রাষ্ট্রীয় বিষয়ে আমার সবকিছু করার ক্ষমতা নেই। সেখানে যে আইন আছে তা মেনে চলতে হবে।
বরিশাল সিটি করপোরেশনের মেয়র হিসেবে সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমকে বিজয়ী ঘোষণার দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।