Image description
 

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে বলেন, “Shorenstein Journalism Award” জয় করায় Netra News-কে অভিনন্দন। সাহসী ও সৎ সাংবাদিকতার জন্য এ স্বীকৃতি তারা যথার্থভাবেই অর্জন করেছে।

তিনি লেখেন, “সত্যনিষ্ঠা, পেশাদারিত্ব ও সত্য প্রকাশে সকল সাংবাদিক যেন এই মানদণ্ডে পৌঁছাতে পারেন—এই কামনা করি। জাতির মঙ্গলের জন্য সত্য বলার অধিকার রক্ষা করতেই হবে।”শেষে তিনি লেখেন, “সত্য গুরুত্বপূর্ণ। সাংবাদিকতা গুরুত্বপূর্ণ।”