Image description

আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন, বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে, ফেয়ারস জার্নালিজমের পক্ষে। গণতন্ত্র, মূল্যবোধ, আইনের শাসন; একটা রাষ্ট্রের যদি এগুলো ধরে রাখতে হয় তাহলে আপনার ফিয়ারলি জার্নালিজম করতে দিতে হবে।

"এখন প্রশ্ন হচ্ছে যে, এই যে তিনজন সাংবাদিকের প্রশ্নকাণ্ড; একজন মহিলা সাংবাদিকেরও একটা একটা ফাউল কোশ্চেন দেখছি। মহিলার ব্যাপারে
ডিসিশন নেওয়া হয়েছে বলে আমি কোথাও দেখি নাই। এদের এগুলো তো আসলে কোশ্চেনের ভিতরে পড়ে না এবং বোঝা যাচ্ছে যে, এই চারজন আসলে সিন্ডিকেটেড প্রশ্ন করেছে", বলেন তিনি।

সম্প্রতি একটি টিভি চ্যানেলের টকশোতে অংশ নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক এই মন্তব্য করেন।

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, আপনি অবশ্যই সার্টেনলি নাম্বার নিয়ে প্রশ্ন করতে পারেন, বিচার নিয়ে প্রশ্নকরতে পারেন। প্রবলেম হইছে এই মিডিয়াগুলো এই সাংবাদিকরা শেখ হাসিনার ১৬ বছরে আয়নাঘর নিয়ে প্রশ্ন করছে কিনা? গুমখুন, গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ নিয়ে প্রশ্ন করেছে কিনা? আমার যে সাড়ে হাজার মানুষের লাশ খুঁজে পাওয়া যায় নাই এই সাংবাদিকরা এই গণমাধ্যমগুলো সেদিন প্রশ্ন করেছে কিনা? বাংলাদেশে যে তিনটা ভোট হয় নাই সেই বিষয়গুলো নিয়ে এই সাংবাদিকরা প্রশ্ন করেছে কিনা? বাংলাদেশ থেকে প্রতিবছর যে বিলিয়নস অফ ডলার লুট হয়ে গেছে, ২৩৪ বিলিয়ন ডলার লুটের ব্যাপারে প্রশ্ন করেছে কিনা? শেখ পরিবার বাংলাদেশকে যে দিল্লির কাছে বিক্রি করে দিয়েছে সেই ব্যাপারে এই মিডিয়া হাউসগুলা এবং এই এই সাংবাদিকরা প্রশ্ন করেছিল কিনা?

"এরা প্রশ্ন করেছিল কিনা যে, বাংলাদেশে তরুণরা ৩৫/৪০ বছর বয়স হয়ে গেছে কিন্তু ভোট দিতে পারে নাই। অতএব সেই বাস্তবতায় দেখতে হবে যে, আসলে তারা সাংবাদিকতা করে কিনা বাংলাদেশের অধিকাংশ সাংবাদিক এবং গণমাধ্যম সাংবাদিকতা করতে ব্যর্থ হয়েছে"।

এবি পার্টির এই শীর্ষ নেতা বলেন, দরকার শুধু কমিশন। আমাদের অলরেডি আছে। ধরেন আমাদের প্রেস কাউন্সিল আছে। আমাদের প্রতিষ্ঠান আছে ফাংশনাল করা দরকার। এইজন্য এজন্য রাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধের জায়গা থেকে সাংবাদিকতা করবে, প্রশ্ন করবে, চরম কঠিন প্রশ্ন করবে কিন্তু কোন সমস্যা নাই।

ব্যারিস্টার ফুয়াদ আরো বলেন, জাতিসংঘের ১৪০০ আমরা এই মুক্তিযুদ্ধের সংখ্যার রাজনীতি শুনতে শুনতে কিন্তু বিরক্ত হয়ে গেছি, এটা শহীদদের প্রতি সম্মান হবে না।