Image description

ফ্যাসিস্ট শেখ হাসিনা পালানোর পর সারা দেশে এবার মুক্ত পরিবেশে পালিত হয়েছে মহান মে দিবস। ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’-এ স্লোগানকে সামনে রেখে দিবসটি আয়োজন করা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে শোভাযাত্রা, শ্রমিক সমাবেশ, আলোচনা সভা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারিসহ বিভিন্ন সংস্থা, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন মুক্ত পরিবেশে দিবসটি পালন করে।

দেশের প্রতিটি জেলা, উপজেলা থেকে আমার দেশ প্রতিনিধিরা দিবসটি আয়োজনের সংবাদ পাঠিয়েছেন।

ঢাকা: মহান মে দিবস উপলক্ষে রাজধানীতে ‘শ্রমিক সমাবেশ’ করবে জাতীয়তাবাদী শ্রমিক দল। বৃহস্পতিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সমাবেশ। শ্রমিক দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন।

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে যোগ দিয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন এ সমাবেশের আয়োজন করা হয়।

এছাড়া ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর জেলা ও উপজেলাগুলোতে মহান মে দিবস পালিত হয়েছে।

চট্টগ্রাম: চট্টগ্রামে মহান মে দিবস পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। সকাল থেকেই শ্রমিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী মানুষ ভিন্ন পরিবেশে দিবসটি পালন করে। বিভাগের কক্সবাজার, ফেনী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটি, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর জেলা ও উপজেলাগুলোতে এবার মুক্ত পরিবেশে মে দিবস পালন করা হয়।

খুলনা: ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়ব এ দেশ নতুন করে’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো খুলনায় বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। এছাড়াও বিভাগের বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলা ও উপজেলাগুলোতে মহান মে দিবস পালন করা হয়েছে।

বরিশাল: বরিশালে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলা ও উপজেলাগুলোতে নানা আয়োজন করা হয়।

সিলেট: সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। এছাড়াও মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ জেলা ও উপজেলাগুলোতে এবার মুক্ত পরিবেশে দিবসটি পালন করা হয়।

রাজশাহী: মহান মে দিবস উপলক্ষে সারাদেশের মতো রাজশাহীতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে। দিবসটি পালনে রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া জেলা ও উপজেলাগুলোতে ভিন্নভিন্ন আয়োজন করা হয়েছে।

রংপুর: রংপুরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল, ট্রেড ইউনিয়ন ও শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। এছাড়াও বিভাগের দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলা ও উপজেলাগুলোতে দিবসটি পালন করা হয়েছে।

ময়মনসিংহ: সারা দেশের ন্যায় ময়মনসিংহেও মুক্ত পরিবেশে এবার পালিত হয়েছে মহান মে দিবস। বিভাগের জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোণা, টাঙ্গাইল, শেরপুর জেলা ও উপজেলাগুলোতে মহান মে দিবস পালন করা হয় বলে প্রতিনিধিরা জানান।