Image description
 

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক কাউন্সিলর কামাল হোসেন (৫৫) হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর দাসপুকুর এলাকায় তিনি মারা যান। 

পরিবার বলছে, পুলিশ দেখে পালাতে গিয়ে অসুস্থ হয়ে মারা গেছেন কামাল হোসেন। তবে পুলিশ জানিয়েছে, তারা অন্য কাজে এলাকায় গিয়েছিল, ওই কাউন্সিলরকে ধরতে যায়নি।

কামাল হোসেন দাসপুকুর এলাকার বাসিন্দা ছিলেন। ২০১৮ সালে তিনি সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ড থেকে প্রথম কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২০২৪ সালের নির্বাচনেও কামাল হোসেন দ্বিতীয়বারের মতো নির্বাচিত হয়েছিলেন। কামাল হোসেন একসময় বিএনপির রাজনীতি করতেন। পরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। তবে দলে তার কোনো পদ–পদবি ছিল না।

কামাল হোসেনের ছেলে সোহান শাকিল শিমুল বলেন, ‘রাতে আমাদের এলাকায় পুলিশ এসেছিল। পুলিশ দেখে আমার বাবা তবজুল হক নামের এক ব্যক্তির বাড়িতে ঢুকে সিঁড়ি দিয়ে ছাদে উঠতে যান। তখন সিঁড়িতেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।’

নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, ‘গত রাতে দাসপুকুর এলাকায় পুলিশ গিয়েছিল। তবে কামাল হোসেনকে ধরতে যায়নি। পুলিশ গিয়েছিল অন্য কাজে। কিন্তু পুলিশ দেখে আতঙ্কগ্রস্ত হয়ে পালাচ্ছিলেন কামাল হোসেন। তখন হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। ’