Image description
 

জনপ্রিয় নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে একটি পোস্ট দিয়েছেন।

আজ পহেলা মে, বিকেল চারটার দিকে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “আহমেদ ছফা ১৯৭২ সালে লিখেছেন, বুদ্ধিজীবীরা যা বলতেন, শুনলে বাংলাদেশ স্বাধীন হত না। এখন যা বলছেন, শুনলে বাংলাদেশের সমাজ কাঠামোর আমূল পরিবর্তন হবে না।”

তিনি আরও উদ্ধৃত করেন, “আগে বুদ্ধিজীবীরা পাকিস্তানি ছিলেন, বিশ্বাসের কারণে নয়—প্রয়োজনে। এখন অধিকাংশ বাঙালি হয়েছেন—সেও ঠেলায় পড়ে। বাংলাদেশের বুদ্ধিজীবীরা সারাজীবন যদি কোনো কিছুকে নির্দ্বিধায় বিশ্বাস করে থাকেন—সে বস্তুটির নাম সুবিধাবাদ।”

 

পরবর্তীতে আহমদ ছফার ১৯৯৬ সালের লেখা উল্লেখ করে বান্নাহ বলেন, “স্বাধীনতার শুরু থেকেই বুদ্ধিজীবীরা একজোট হয়ে শেখ মুজিবের অগণতান্ত্রিক একদলীয় শাসনের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতেন তাহলে জাতিকে এতোটা পশ্চাৎগামী হতে হতো না। রাষ্ট্রযন্ত্রের অনাচার ও অবিচারের বিরুদ্ধে বুদ্ধিজীবীরা যদি চুপ থাকেন, সেই দেশের দুর্দশার শেষ থাকে না। বাংলাদেশ আজ ঠিক সেই অবস্থায় রয়েছে।”

 

সবশেষে নিজের মন্তব্য যোগ করে মাবরুর রশিদ বান্নাহ লেখেন, “আমাদের এখনই সময় এসেছে বুদ্ধিজীবীদের বয়কট করার, অন্যথায় আরও ১০০ বছরেও এদেশের উন্নতি হবে না; বরং সামনে আরও কয়েকটি স্বৈরাচার/ফ্যাসিস্ট রেজিম আমাদের কপালে জুটবে।”