Image description

বিদ্যুতের জন্য ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক কর অব্যাহতির মাধ্যমে ৪০ কোটি ডলার কর ফাঁকির অভিযোগ আমলে নিয়ে এবার অনুসন্ধানে নেমেছে দুদক।

এরই মধ্যে দুদকের উপপরিচালক রেজাউল করিম এ সংশ্লিষ্ট নথিপত্র তলব করে এনবিআর ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (পিডিবি) চিঠি দিয়েছে।

 
এ চুক্তির জন্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও তৎকালীন বিদ্যুৎ সচিব আহমদ কায়কাউসসহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখছে সংস্থাটি।  
 
 
এর আগে এনবিআর তদন্তে ২০২৪-২৫ অর্থবছরের জুলাই পর্যন্ত ভারতের আদানি গ্রুপের কাছ থেকে আমদানি করা বিদ্যুতের বিপরীতে ৩৯ কোটি ৭৩ লাখ ৭১ হাজার ৪৬৭ ডলারের শুল্ক-কর ‘ফাঁকি দেয়া হয় বলে প্রতিবেদনে উঠে আসে।
 
বহুল আলোচিত এ চুক্তির সময় সংশ্লিষ্ট সংস্থাকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতি দেয়ার তথ্যও উঠে আসে এনবিআরের তদন্তে।