Image description

রংপুর নগরীর মেডিকেল মোড় এলাকার ময়লার ভাগাড় থেকে মানুষের একটি কাটা পা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের মাঝে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুর ১২টার দিকে পাটি উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্বগেটের পাশের ডাস্টবিনে ময়লা নিতে গিয়ে একটি কাটা পা দেখতে পায় সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মীরা। পরে তারা কাটা পা রেখে ময়লা নিয়ে চলে আসে। এরপর স্থানীয় ব্যক্তিরা পুলিশকে খবর দিলে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সেটি উদ্ধার করে।

 

নগরীর ধাপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিয়াউর রহমান বলেন, হাঁটুর নিচ থেকে কাটা পাটি বাঁ পাশের। পায়ের পাতা ও আঙুলে ক্ষত নেই। তবে হাঁটুর নিচের মাংসপেশি পচে গেছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পার্শ্ববর্তী হাসপাতাল বা ক্লিনিকের কোথাও চিকিৎসাজনিত কারণে পা কাটা হয়েছে। কেউ কাটা পা ময়লার ভাগাড়ে ফেলে গিয়েছিল। ময়নাতদন্তের জন্য সেটি উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

 
 

তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে। এটি কার পা, কারা এটি ফেলে গেছে; সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।