Image description

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ইমরান রশিদসহ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে ঢাকা ডিবি পুলিশ।

শনিবার (২৬ এপ্রিল) রাতে ঢাকার পান্থপথ থেকে তাদের আটক করা হয়।

ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান এ খবর নিশ্চিত করেছেন।

ইমরান রশিদ (৪৬) ঝিকরগাছা উপজেলার কাউরিয়া গ্রামের বাসিন্দা।

আটক অন্য দুজন হলেন পৌর যুবলীগের সহ-সভাপতি ও ঝিকরগাছা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের কমিশনার পুরন্দরপুর গ্রামের শামসুর রহমানের ছেলে আমিরুল ইসলাম রাজা (৪৭) এবং উপজেলা যুবলীগ নেতা কৃষ্ণনগর গ্রামের জাফিরুল হক ওরফে হক সাহেব (৪৫)।

ঢাকা ডিবি পুলিশের সিনিয়র ইন্সপেক্টর আতাউর রহমান জানান, ঢাকার পান্থপথ এলাকায় সন্দেহজনকভাবে ওই তিনজন ঘোরাঘুরি করছিলেন। এসময় তাদের আটক করা হয়।

আগে থাকা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকা সিএমএম আদালতে সোপর্দ করা হয়েছে।