Image description
বিদ্যুৎ বিভ্রাটের কারণে অন্ধকারে রয়েছে ইউরোপের দেশ স্পেন ও পর্তুগাল। স্থানীয় সময় সোমবার এ বিভ্রাটের কবলে পড়ে গণপরিবহন ব্যবস্থা অচল হয়ে গেছে। দেশটিতে তৈরি হয়েছে বড় ধরনের যানজট। সেই সাথে বিলম্বিত হচ্ছে ফ্লাইট।
 
 
বিদ্যুৎ সেবাদাতা প্রতিষ্ঠানগুলো গ্রিড পুনরুদ্ধারের চেষ্টা করছে। তবে স্পেনের বিদ্যুৎ সংযোগ সংস্থা রেড ইলেকট্রিকা জানিয়েছে, বিভ্রাটের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি এবং এটি ছয় থেকে দশ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে।
কর্মকর্তারা বলেছেন, সাইবার হামলার কারণে এই বিভ্রাট হয়ে থাকতে পারে — এমন সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
 
স্পেনের জাতীয় রেলওয়ে কোম্পানি রেনফের বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় (বিএসটি ১১.৩০) দেশটির ‘পুরো জাতীয় বিদ্যুৎ গ্রিড বিচ্ছিন্ন হয়ে যায়।’
 
স্প্যানিশ রেডিও স্টেশনগুলি জানিয়েছে যে, মাদ্রিদের আন্ডারগ্রাউন্ডের কিছু অংশ খালি করা হয়েছে। কাদের সের রেডিও স্টেশন রিপোর্ট করেছে যে, মাদ্রিদ শহরের কেন্দ্রস্থলে যানজট তৈরি হয়েছে কারণ ট্রাফিক সিগন্যাল বন্ধ হয়ে গিয়েছিল।
 
স্প্যানিশ বিদ্যুৎ গ্রিড মনিটরিং কোম্পানি ই-রেডেস একটি বিবৃতিতে জানিয়েছে, তারা ধাপে ধাপে সংযোগ পুনঃস্থাপন করার কাজ করছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, মাদ্রিদের ভূগর্ভস্থ কিছু অংশ খালি করা হয়েছে এবং শহরের ট্র্যাফিক লাইটগুলি কাজ করছে না।
 
স্প্যানিশ সংবাদ সাইট এল মুন্ডোর মতে, বার্সেলোনায় মেট্রো পরিষেবা বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর হাজার হাজার যাত্রীকে সরিয়ে নেওয়া হয়েছে।
 
বিদ্যুৎ বিভ্রাটের কারণে শহরের ট্রাম ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু ট্রাফিক লাইট অকার্যকর হয়ে পড়েছে বলেও জানা গেছে।
 
এদিকে, বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্টে খেলা স্থগিত করা হয়েছে। গ্রিগর দিমিত্রভের সঙ্গে ব্রিটেনের জ্যাকব ফার্নলির তৃতীয় রাউন্ডের খেলার গুরুত্বপূর্ণ মুহূর্তে কোর্ট থেকে বের করে দেওয়া হয়েছে।