Image description

ফ্যাসিবাদের পতন ঘটানোর জন্য যে ঐক্য গড়ে উঠেছিল, তা বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, এই ঐক্যই দেশের গণতান্ত্রিক রূপান্তরের পথে প্রধান সহায়ক শক্তি হিসেবে কাজ করবে। তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা অব্যাহত থাকবে এই প্রচেষ্টায়।

আজ সকালে জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের নেতাদের সঙ্গে এক আলোচনা শেষে এ কথা বলেন অধ্যাপক রীয়াজ। তিনি জানান, খুব শিগগিরই জুলাই সনদ তৈরি হবে, যা ঐকমত্যের ভিত্তিতে প্রণীত হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, ঐকমত্যের মূল বিষয়গুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত হবে। তবে যেগুলোর ব্যাপারে একমত হতে পারবে না, সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে। তিনি নিশ্চিত করেন যে ঐকমত্যের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তর সম্ভব।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, "ফ্যাসিবাদের বিরুদ্ধে জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ফ্যাসিবাদী শাসককে পলায়নে বাধ্য করেছে। এখন আমাদের সেই ঐক্য বজায় রাখতে হবে, এবং এর মূল চেতনা ধারণ করে অগ্রসর হতে হবে। এটা আমাদের অঙ্গীকার নয়, এটি আমাদের দায়িত্বও বটে।"

 

উৎস : https://www.youtube.com/watch?v=cE8rnSPqO40