Image description

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি দুই যুবক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ রবিবার (২৭ এপ্রিল) ভোর রাতের দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী এলাকা মধুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার গোপালপুর গ্রামের আবুল কালামের ছেলে মোহাম্মদ মিকাইল (২২) ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল (২৩)।

মহেশপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন মনিরা কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত ওবায়দুল গোপালপুর গ্রামের আবু হানিফের ছেলে।

যাদবপুর ইউনিয়নের চেয়ারম্যান সালাহউদ্দিন জানান, রাতে গোপালপুর সীমান্তের ৪৮ নম্বর সীমানা পিলারের পাশে ভারতীয় মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এ সময় সীমান্তের গোপালপুর গ্রামের ওবায়দুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন। পরে ভারতের মধুপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা ওবায়দুল এর লাশ নিয়ে যায়।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেয়া হয়েছে তা এখনো জানা যায়নি।

মহেশপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনা জানার পর তিনি ৫৮-বিজিবিতে ফোনে যোগাযোগ করেছেন। তিনি ঘটনাস্থলে যাচ্ছেন।