Image description

দেশের বিভিন্ন স্থানে গত মার্চ মাসে ৮৩ জনকে অপহরণ করা হয়েছে। প্রতিটি অপহরণের ঘটনায় মামলা হয়েছে বলে পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে। সে অনুযায়ী গড়ে প্রতিদিন দুজনের বেশি অপহূত হয়েছে। অপহৃতদের মধ্যে বিদেশি নাগরিকও রয়েছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার জন্য বড় হুমকি। অপহরণের বেশির ভাগ ঘটনায় অপরাধীরা গ্রেপ্তার হচ্ছে না।

অপহৃতকে জিম্মি করে আপনজনের কাছ থেকে মুক্তিপণের অর্থ আদায় অপহরণের মূল উদ্দেশ্য বলে ঘটনা ও তথ্য বিশ্লেষণে জানা গেছে। এ ছাড়া ব্যক্তিস্বার্থ নিয়ে দ্বন্দ্ব, পারিবারিক, সামাজিক ও রাজনৈতিক বিরোধ থেকেও অপহরণের ঘটনা ঘটছে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর পেশাদারির ঘাটতি ও সঠিক নজরদারির অভাবে সমাজে অপহরণের মতো বড় ধরনের অপরাধমূলক ঘটনা নিয়ন্ত্রণে আসছে না।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ উমর ফারুক বলেন, সামাজিক নানা অস্থিরতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। অপহরণসহ আরো অনেক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে। তবে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর এ ক্ষেত্রে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

পুলিশ সদর দপ্তরের তথ্য মতে, গত মার্চ মাসে সবচেয়ে বেশি ২০টি অপহরণের ঘটনা ঘটে চট্টগ্রাম রেঞ্জে। ঢাকা রেঞ্জে ১০ জন অপহৃত হয়েছে। মহানগরের মধ্যে ঢাকায় ১৯ জন, কুমিল্লায় আটজন, রাজশাহীত তিনজন, সিলেটে দুজন, খুলনায় একজন অপহৃত হয়।

এর আগের দুই মাস ফেব্রুয়ারিতে ৭৮ জন ও জানুয়ারিতে ১০৫ জনকে অপহরণ করা হয়। সে অনুযায়ী ফেব্রুয়ারি থেকে মার্চে অপহরণের ঘটনা কিছুটা বেড়েছে।

পুলিশ সদর দপ্তরের সহযোগী মহাপরিদর্শক (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর বলেন, অপহরণের ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

সাম্প্রতিক আলোচিত ঘটনা : গত বৃহস্পতিবার রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকা থেকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) অপহরণ করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছাত্রীর বাড়ির সাবেক নিরাপত্তাকর্মী আবু হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। ছাত্রীকে যৌন নিপীড়ন করা হয়েছে কি না তা জানতে প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষা করা হয়েছে জানিয়ে খিলগাঁও থানার ওসি দাউদ হোসেন কালের কণ্ঠকে বলেন, মেয়েটিকে বাসার সামনে থেকে অপহরণ করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। 

একই দিন মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় একজন এসএসসি পরীক্ষার্থীকে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি জোর করে তুলে নিয়ে যায়। অজ্ঞাত স্থানে নিয়ে তাকে মারধরও করা হয়। পরে তার বাবার সঙ্গে যোগাযোগ করে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ছেলেটির বাবা স্থানীয় থানায় সাধারণ ডায়েরি করেন। পরে ওই পরীক্ষার্থীকে সাতক্ষীরা থেকে উদ্ধার করা হয়। অপহরণকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আমিরাবাদ বটতলা স্ট্যান্ড এলাকায় এক শিক্ষার্থীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া গেছে। বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন,  এ ঘটনায় শান্ত হাসান ও মাহমুদুল হাসান সুখন নামের দুজনকে গ্রেপ্তার করে অপহৃতকে উদ্ধার করা হয়।

এ ছাড়া গত ১১ এপ্রিল বন্দর উপজেলায় এক  কিশোরীকে রাস্তা থেকে অপহরণ করে মুক্তিপণ না পেয়ে ধর্ষণের অভিযোগ করেছে পরিবার। গত শুক্রবার বিকেলে ওই কিশোরীর মা লিখিত অভিযোগ দেন বলে জানান বন্দর থানার ওসি তরিকুল ইসলাম।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থীকে গত ১৬ এপ্রিল সকালে খাগড়াছড়ির গিরিফুল থেকে অপহরণ করা হয়। আট দিন পর খাগড়াছড়ি  থেকে পাঁচ শিক্ষার্থীর মুক্তির খবর দিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী।

সম্প্রতি সুন্দরবনে মাছ শিকার করতে গিয়ে অপহৃত ৩৩ জেলেকে উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ড। গত বৃহস্পতিবার বিকেলে মোংলার কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ইশমাম হাসান ফাহিম বলেন, বুধবার দিনভর অভিযান চালিয়ে কড়কড়ি নদের মাল্লাখালী এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তাদের মধ্যে ছয়জন নারী।

সম্প্রতি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুই ব্যবসায়ীকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের অভিযোগ পাওয়া যায়। এ বিষয়ে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, দুই ব্যবসায়ী অপহরণের পর মুক্তিপণ আদায়কারী চারজনের মধ্যে তিনজন পুলিশ সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। পলাতকদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ব্যবসার সুযোগ-সম্ভাবনা দেখতে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন মালাভি পাথিরানা, তাঁর স্ত্রী পাথিরানা ও থুপ্পি মুদিইয়ান সেল্যাগ নীল নামে শ্রীলঙ্কার তিন নাগরিক। এরপর তাঁদের অপহরণ করে পাঁচ লাখ ডলার মুক্তিপণ দাবি করে একটি চক্র।  পরে আড়াই লাখ ডলারে তাঁদের ছেড়ে দিতে রাজি হয় চক্রের সদস্যরা। এর মধ্যে খবর পেয়ে তাঁদের উদ্ধার করে পুলিশ।

গতকাল শনিবার কালের কণ্ঠকে এসব তথ্য দেন পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক মো. রেজাউল হক। তিনি বলেন, বাগেরহাটের মোল্লারহাট এলাকার শহিদুল শেখ নামের এক ব্যক্তির আমন্ত্রণে গত ২২ এপ্রিল বাংলাদেশে আসেন শ্রীলঙ্কার ওই তিন নাগরিক। রাতেই ঢাকা থেকে বাগেরহাট নেওয়া হয় তাদের। এরপর তাদের কাছে পাঁচ লাখ ডলার মুক্তিপণ দাবি করা হয়। তাঁরা মুক্তিপণ দিতে অস্বীকার করেন। অপহরণকারীরা শ্রীলঙ্কায় ওই তিনজনের পরিবারের সদস্যদের কাছে ফোন করে তাদের মুক্তিপণ দাবি করে। পরে পরিবার শ্রীলঙ্কার হাইকমিশনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে যোগাযোগ করে। এরপর পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় অবস্থান নিশ্চিত হয়ে তাদের উদ্ধার করে। এ সময় ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে কাজী এমদাদ হোসেন, শহিদুল শেখ ও জনি শেখ এবং এস এম সামসুল আলম নামের চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছেন। পুলিশের একজন কর্মকর্তা বলেন, এ ধরনের অপরাধে বিদেশিদের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।