Image description
জাতীয় ঐক্যমত কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ বলেন, জাতির আকাঙ্খা পূরণে কাজ করছে জাতীয় ঐক্যমত কমিশন। সেই সাথে সব দলের ঐক্যমতে একটি জাতীয় সনদ তৈরি করতে চাই। শনিবার সকালে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
 
গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সেই সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেয় দলটি।
 
আজকের বৈঠকে দলটি নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তার জন্য সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা। সংস্কারের জন্য যা সংযোজন, বিয়োজন করা দরকার তা করতে হবে বলেও মনে করে জামায়াতে ইসলামী।